যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২ এপ্রিল বিভিন্ন দেশের পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপ করেনফাইল ছবি: এএফপি prothomalo news
যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করার জন্য শেষ সময়ের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের পক্ষ থেকে একটা অবস্থানপত্র তৈরি করার কাজ চলছে। চলছে একের পর এক বৈঠক।
গত সোমবার ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পর আজ বুধবার দুপুরে সচিবালয়ে আন্তমন্ত্রণালয়ের বৈঠক হয়েছে, যার নেতৃত্বে ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
বাণিজ্যসচিব মাহবুবুর রহমানসহ খাদ্য, কৃষি, বিদ্যুৎ ও জ্বালানি, কৃষি, পররাষ্ট্র ইত্যাদি মন্ত্রণালয় ও বিভাগের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিকেল পাঁচটায় আরেকটা বৈঠক শুরু হয়েছে জুম প্ল্যাটফর্মে যুক্তরাষ্ট্রের কোম্পানি শেভরনের সঙ্গে।
একইভাবে সাড়ে পাঁচটায় রয়েছে দেশটির আরেক কোম্পানি এক্সিলারেট এনার্জির সঙ্গে বৈঠক। ২২ জুলাই আমেরিকান অ্যাপারেলস অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশনের সঙ্গে আরেকটি বৈঠক।
আজ আন্তমন্ত্রণালয়ের বৈঠকের মাঝপথে বাণিজ্য উপদেষ্টা চলে গেলে এতে নেতৃত্ব দেন বাণিজ্যসচিব মাহবুবুর রহমান।
বৈঠক শেষে বাণিজ্যসচিব উপস্থিত সাংবাদিকের সঙ্গে কথা বলেন। বাণিজ্যসচিব বলেন, আমদানি-রপ্তানির অনেক কিছুতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ জড়িত।
তাদের সবার আবার নিজস্ব আইন আছে। তাই আজ তাদের মতামত নেওয়া হলো।বাণিজ্যসচিব মাহবুবুর রহমান বলেন,
‘এ বিষয়ে এখন নিয়মিত বৈঠক হবে। তারপর বাংলাদেশের অবস্থানপত্র প্রস্তুত করে আমরা যুক্তরাষ্ট্রকে পাঠাব। তার ভিত্তিতেই আলোচনা হবে দুই দেশের মধ্যে।’
বাংলাদেশ কবে প্রস্তাব পাঠাবে, তা জানতে চাইলে মাহবুবুর রহমান বলেন, ‘এখনো যুক্তরাষ্ট্র আমাদের জানায়নি।’
প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করার জন্য শেষ সময়ের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের পক্ষ থেকে একটা অবস্থানপত্র তৈরি করার কাজ চলছে। চলছে একের পর এক বৈঠক।
গত সোমবার ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পর আজ বুধবার দুপুরে সচিবালয়ে আন্তমন্ত্রণালয়ের বৈঠক হয়েছে, যার নেতৃত্বে ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
বাণিজ্যসচিব মাহবুবুর রহমানসহ খাদ্য, কৃষি, বিদ্যুৎ ও জ্বালানি, কৃষি, পররাষ্ট্র ইত্যাদি মন্ত্রণালয় ও বিভাগের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিকেল পাঁচটায় আরেকটা বৈঠক শুরু হয়েছে জুম প্ল্যাটফর্মে যুক্তরাষ্ট্রের কোম্পানি শেভরনের সঙ্গে।
একইভাবে সাড়ে পাঁচটায় রয়েছে দেশটির আরেক কোম্পানি এক্সিলারেট এনার্জির সঙ্গে বৈঠক। ২২ জুলাই আমেরিকান অ্যাপারেলস অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশনের সঙ্গে আরেকটি বৈঠক।
আজ আন্তমন্ত্রণালয়ের বৈঠকের মাঝপথে বাণিজ্য উপদেষ্টা চলে গেলে এতে নেতৃত্ব দেন বাণিজ্যসচিব মাহবুবুর রহমান।
বৈঠক শেষে বাণিজ্যসচিব উপস্থিত সাংবাদিকের সঙ্গে কথা বলেন। বাণিজ্যসচিব বলেন, আমদানি-রপ্তানির অনেক কিছুতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ জড়িত।
তাদের সবার আবার নিজস্ব আইন আছে। তাই আজ তাদের মতামত নেওয়া হলো।বাণিজ্যসচিব মাহবুবুর রহমান বলেন,
‘এ বিষয়ে এখন নিয়মিত বৈঠক হবে। তারপর বাংলাদেশের অবস্থানপত্র প্রস্তুত করে আমরা যুক্তরাষ্ট্রকে পাঠাব। তার ভিত্তিতেই আলোচনা হবে দুই দেশের মধ্যে।’
বাংলাদেশ কবে প্রস্তাব পাঠাবে, তা জানতে চাইলে মাহবুবুর রহমান বলেন, ‘এখনো যুক্তরাষ্ট্র আমাদের জানায়নি।’
প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
Post a Comment