গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ ঘিরে সংঘাতের সময় নিহত ব্যক্তিদের লাশ প্রয়োজনে কবর থেকে তুলে ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ শনিবার রাজধানীর কুর্মিটোলায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
এনসিপির ‘জুলাই পদযাত্রা’ ঘিরে গত বুধবারের সংঘাতে নিহত চারজনের ময়নাতদন্ত ছাড়াই দাফন ও শেষকৃত্য সম্পন্ন হয়। এ নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে।
নিহত সবার ময়নাতদন্ত করতে না পারার কারণ উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নিহত ব্যক্তিদের স্বজনেরা কয়েকজনের লাশ হাসপাতাল থেকে নিয়ে গেছেন।
চিকিৎসকেরা ময়নাতদন্ত করতে চাইলেও স্বজনেরা দেননি। তবে কয়েকটি লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
তিনি বলেন, যেসব লাশের ময়নাতদন্ত করা সম্ভব হয়নি, প্রয়োজনে কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে।
মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘গোপালগঞ্জের ঘটনায় অনেক সাংবাদিক জীবন বাজি রেখে লাইভ টেলিকাস্ট (সরাসরি সম্প্রচার) করেছেন। তাঁদের আমি ধন্যবাদ জানাই।
লাইভের মাধ্যমে সাধারণ মানুষ ঘটনাটি দেখতে পেরেছে, সঠিক তথ্য পেয়েছে।’
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গোপালগঞ্জের ঘটনায় একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করা হয়েছে।
তারা তদন্তের মাধ্যমে নির্ধারণ করবে, দায়টা আসলে কার। তিনি বলেন, এ কমিটি সব বিষয় সবার সামনে তুলে ধরবে।
এ সময় তৃতীয় টার্মিনালের জন্য জনবল নিরূপণ ছাড়া যাঁরা বিদেশে যাওয়া–আসা করেন, তাঁদের কী ধরনের সমস্যা হয়, ইমিগ্রেশনে ঝামেলা হয় কি না,
এসব দেখার জন্য বিমানবন্দর পরিদর্শনে গেছেন বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, তৃতীয় টার্মিনালের কাজের অগ্রগতি ৯৯ দশমিক ১৮ শতাংশ। তবে কবে নাগাদ এটি উদ্বোধন হবে, এ বিষয়ে সংশ্লিষ্টরা সিদ্ধান্ত নেবেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ছাড়াও টার্মিনাল ১ ও ২ পরিদর্শন করেন। এ সময় যাত্রীদের খোঁজখবর নেন এবং তাঁদের বিভিন্ন সমস্যার কথা শোনেন তিনি।
পরে বিষয়গুলো সমাধানে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
এ সময় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক ও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ
ক্যাপ্টেন এস এম রাগীব সামাদসহ বিমানবন্দর ইমিগ্রেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
Post a Comment