‘আমদানি বন্ধ করায় দিল্লিকে চিঠি দেবে ঢাকা, তবে এখনও চুক্তি বাতিলের সিদ্ধান্ত হয়নি’

 

jamuna tv news 









স্থল বন্দর দিয়ে বাংলাদেশি পণ‍্য আমদানি বন্ধ করায় দিল্লিকে চিঠি পাঠাচ্ছে ঢাকা।



 তবে এখনও দেশটির সাথে সই হওয়া কোনও চুক্তি বাতিলের সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।





বুধবার (২১ মে) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।




তিনি বলেন, পুশ-ইনের ঘটনায় ভারতকে চিঠি পাঠানো হয়েছিল।


 তবে দেশটি এখনও চিঠির জবাব দেয়নি। পুশ-ইনের মাধ্যমে কোনও ভারতীয় নাগরিক বাংলাদেশে এসে থাকলে তাদের অবশ্যই নিজ দেশে ফেরত যেতে হবে।




তিনি আরও বলেন, পররাষ্ট্র সচিব জসীমউদ্দিন নিজ থেকেই দায়িত্ব ছেড়ে দিচ্ছেন। আগামী দুই-একদিনের মধ্যে নতুন সচিব নিয়োগের প্রজ্ঞাপন হবে। 




এছাড়া, প্রধান উপদেষ্টার পররাষ্ট্র বিষয়ে বিশেষ সহকারী সুফিউর রহমানের দায়িত্বেও পরিবর্তন আসতে পারে।





বিস্তারিত খবর জানতে এখানে ক্লিক করুন......https://jamuna.tv/news/613750




0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post