ইয়েমেনে হুতি বিদ্রোহীদের প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাওয়ি ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে হুতি সরকার।
গত বৃহস্পতিবার ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালায় ইসরায়েল। এতে আহমেদ আল-রাহাওয়িসহ বেশ কয়েকজন মন্ত্রী নিহত হন।
আজ শনিবার এক বিবৃতিতে গোষ্ঠীটি এ তথ্য জানিয়েছে।
হুতি নেতৃত্বাধীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে ২০২৪ সালের আগস্ট থেকে দায়িত্ব পালন করে আসছিলেন আহমেদ আল-রাহাওয়ি।
সরকারের বার্ষিক কার্য মূল্যায়নের জন্য আয়োজিত একটি কর্মশালায় এ হামলার ঘটনা ঘটে বলে বিবৃতিতে জানানো হয়েছে।
ইসরায়েলের সেনাবাহিনী গত বৃহস্পতিবার ইয়েমেনের রাজধানী সানায় হামলা চালায়। গাজায় ইসরায়েলের যুদ্ধের কারণে এ অঞ্চলে উত্তেজনা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এ হামলার ঘটনা ঘটে।
এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের বাহিনী সানা এলাকায় ‘হুতি সন্ত্রাসী সরকারের একটি সামরিক লক্ষ্যবস্তুতে’ হামলা চালিয়েছে।
গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে লোহিত সাগর ও এডেন উপসাগরে চলাচলকারী ইসরায়েলি ও পশ্চিমা জাহাজে হামলা চালিয়ে আসছিল হুতিরা।
এর পরিপ্রেক্ষিতে সাম্প্রতিক মাসগুলোতে ইসরায়েল দফায় দফায় ইয়েমেনে হামলা চালিয়েছে।
হুতিদের পক্ষ থেকে বারবার বলা হয়েছে, ইসরায়েলের এ ধরনের হামলা তাদেরকে ফিলিস্তিনিদের সমর্থনে সামরিক অভিযান থেকে বিরত রাখতে পারবে না।
বৃহস্পতিবারের হামলার চার দিন আগে সানায় ইসরায়েলের বিমান হামলায় ১০ জন নিহত ও ৯০ জনের বেশি আহত হয়েছেন বলে স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন।
ইসরায়েলি সেনারা জানিয়েছেন, গত রোববার তাঁরা হুতিদের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালান। এর মধ্যে প্রেসিডেন্ট প্রাসাদও ছিল।
প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
Post a Comment