চানখাঁরপুলে মানবতাবিরোধী অপরাধের মামলা, নিজেদের নির্দোষ দাবি করলেন ৪ আসামি, একজন বললেন, সেদিন শাহবাগে দায়িত্বে ছিলেন

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালফাইল ছবি    prothomalo  news







জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর চানখাঁরপুল এলাকায় ছয়জনকে গুলি করে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার চার আসামি নিজেদের নির্দোষ দাবি করেছেন। 


একজন আসামি বলেন, ঘটনার দিন তাঁর দায়িত্ব চানখাঁরপুল এলাকায় ছিল না। তিনি শাহবাগ এলাকায় দায়িত্বে ছিলেন।


আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ চানখাঁরপুল এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছেন।


 তাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আটজনকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে চারজন আসামি গ্রেপ্তার আছেন।



 তাঁরা হলেন শাহবাগ থানার সাবেক পরিদর্শক মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন হোসেন, ইমাজ হোসেন ও মো. নাসিরুল ইসলাম। আজ তাঁদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।




ট্রাইব্যুনাল আজ আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনান। এরপর প্রথমে শাহবাগ থানার সাবেক পরিদর্শক মো. 



আরশাদ হোসেনকে ট্রাইব্যুনাল বলেন, ‘গত বছরের ৫ আগস্ট দুপুরে চানখাঁরপুল এলাকায় আদিষ্ট হয়ে আপনি আপনার অধীন যাঁরা ছিলেন, তাঁদের চায়নিজ রাইফেল ও শটগান দিয়ে



 গুলির নির্দেশ দিয়েছিলেন। আপনার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা স্বীকার করেন কি না?’


জবাবে আরশাদ হোসেন বলেন, তাঁর বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা তিনি স্বীকার করেন না। সেদিন তাঁর ডিউটি ছিল শাহবাগ এলাকায় সেনাবাহিনীর সঙ্গে।


 তা ছাড়া কাউকে গুলি করার নির্দেশ দেওয়ার এখতিয়ার তাঁর ছিল না।


কনস্টেবল সুজন হোসেন, ইমাজ হোসেন ও নাসিরুল ইসলামকে ট্রাইব্যুনাল বলেন, 


‘চানখাঁরপুল এলাকায় গত বছরের ৫ আগস্ট দুপুরে আপনারা আদেশপ্রাপ্ত হয়ে ছয়জনকে গুলি করে হত্যা করেছেন। আপনারা দোষ স্বীকার করেন কি না?’



কনস্টেবল সুজন হোসেন, ইমাজ হোসেন ও নাসিরুল ইসলাম একই জবাব দেন। তাঁরা বলেন, তাঁরা সম্পূর্ণ নির্দোষ।




এই মামলার সূচনা বক্তব্যের জন্য আগামী ১০ আগস্ট দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। সেদিন মামলার মূল বিষয়বস্তু তুলে ধরা হবে। এ মামলায় সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে ১১ আগস্ট।














প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন










0 تعليقات

إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم