‘যুদ্ধবিরতির চেয়ে ভালো কিছু’ বলতে কী বুঝিয়েছেন ট্রাম্প

 

ওয়াশিংটনে ফেরার জন্য কানাডায় জি–৭ সম্মেলন থেকে আগেভাগে যাত্রা করার পর এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১৭ জুন, ২০২৫
ওয়াশিংটনে ফেরার জন্য কানাডায় জি–৭ সম্মেলন থেকে আগেভাগে যাত্রা করার পর এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১৭ জুন, ২০২৫ছবি: রয়টার্স   prothomalo news







এয়ারফোর্স ওয়ান কানাডা ত্যাগ করার কিছুক্ষণ পরই উড়োজাহাজে অবস্থানরত সাংবাদিকদের সঙ্গে কথা বলতে আসেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।



 তিনি বলেন, কেবল ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির মধ্যস্থতা করার জন্য তিনি ওয়াশিংটনে ফিরে যাচ্ছেন না। 


তিনি এর চেয়ে অনেক বেশি কিছু চান। তিনি ‘যুদ্ধবিরতির চেয়ে ভালো কিছু’ চান।



এর অর্থ কী, তা খোলসা করার জন্য চাপাচাপি করলেও স্পষ্ট করে কিছু বলেননি মার্কিন প্রেসিডেন্ট।



ট্রাম্প বলেন, ‘একটি সত্যিকার সমাপ্তি’। এর একটি হতে পারে ইরানের পক্ষ থেকে ‘সম্পূর্ণরূপে পরিত্যাগ করা’।



 ট্রাম্প তাঁর এই অবস্থানে অনড় যে ইরানকে পুরোপুরি তার পারমাণবিক কর্মসূচি ত্যাগ করতে হবে।




অবশ্য তার জন্য আরও আলোচনা দরকার। পরবর্তীকালে আলাপচারিতায় ট্রাম্প বলেন, তিনি এখন সমঝোতা আলোচনা চালানোর মতো মেজাজে নেই।



এয়ারফোর্স ওয়ান ওয়াশিংটনে অবতরণের পর ট্রুথ সোশ্যালে এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট লেখেন, ইরানের উচিত ছিল ইসরায়েলে হামলা শুরু করার আগে তিনি যে প্রস্তাব দিয়েছিলেন, সেই চুক্তি মেনে নেওয়া।



ট্রাম্প হোয়াইট হাউসে ফিরেছেন। 


সেখানে আজ সকালেই তিনি তাঁর নিরাপত্তা পরিষদের সঙ্গে বৈঠক করবেন বলে আগেই জানিয়েছেন।



সামনে কী ঘটতে যাচ্ছে, তা নিয়ে এখনো অনেক সংশয় রয়েছে।









প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন






0 تعليقات

إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم