জামিনে মুক্তি পেয়ে কৃতজ্ঞতা জানালেন নুসরাত ফারিয়া

 

jamuna tv news






রাজধানীর ভাটারা থানায় দায়ের হওয়া হত্যাচেষ্টা মামলায় গ্রেফতারের ২ দিনের মধ্যে জামিনে কারামুক্ত হলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। এদিকে জামিনে কারামুক্ত হয়ে ভক্ত ও সমর্থকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।




আজ মঙ্গলবার (২০ মে) বিকেল ৪টা ২০ মিনিটের দিকে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ‘অ্যাডমিন’ পোস্টে তিনি একটি বার্তা জানান।




নুসরাত ফারিয়া লিখেছেন, সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, যারা আমার পাশে ছিলেন। শারীরিক অসুস্থতার কারণে আজ কথা বলতে পারিনি। সুস্থ হয়ে খুব দ্রুত ফিরে আসবো আপনাদের মাঝে।









নুসরাত ফারিয়ার ফেসবুক পোস্ট




এদিন গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে বেলা ৩টা ২০ মিনিটের দিকে তিনি বের হন।




জানা গেছে, মঙ্গলবার বেলা ১১টার দিকে আদালত থেকে ই-মেইলের মাধ্যমে জামিনের কাগজ কাশিমপুর কারাগারে পৌঁছায়। নুসরাত ফারিয়ার চাচাতো বোন লামিয়া বেলা ৩টার দিকে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলে জানান, কিছুক্ষণ পর কারাগার থেকে বের হবেন।





পরে ৩টা ২০ মিনিটের দিকে দুটি প্রাইভেট গাড়ি আর একটি কালো রঙের মাইক্রো জিপ কারাগারের মূল ফটক ছেড়ে যায়। তবে নুসরাত ফারিয়া কোন গাড়িতে ছিলেন, সেটা নিশ্চিত হওয়া যায়নি। পরিবার-পরিজনদের সঙ্গে গাড়িতেই বের হয়ে যান তিনি।




সকাল থেকেই তাকে স্বাগত জানানোর জন্য অনেক ভক্ত ফুল নিয়ে অপেক্ষায় ছিলেন। তবে জামিনে মুক্ত হওয়ার পরে কারও সঙ্গে তিনি দেখা করেননি।




এর আগে, রোববার সকালে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন পুলিশ তাকে আটকায়। পরে তাকে সোপর্দ করা হয় ভাটারা থানায়।



 এরপর ফারিয়াকে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয় মিন্টো রোডের মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে। গতকাল সোমবার তাকে কারাগারে পাঠায় আদালত। জামিনের পূর্ণাঙ্গ শুনানি হবে আগামী বৃহস্পতিবার।





প্রসঙ্গত, রাজধানীর ভাটারা থানায় দায়ের হওয়া জুলাই-আগস্টের একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখিয়ে নুসরাতকে সিএমএম আদালতে হাজির করা হয়।





news by jamuna tv news

বিস্তারিত খবর জানতে এখানে ক্লিক করুন.....https://jamuna.tv/news/613423








0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post