লিটন বললেন, ‘পৃথিবীর যেকোনো দলকে হারিয়ে দিতে পারি’

 

সংবাদ সম্মেলনে লিটন দাস
সংবাদ সম্মেলনে লিটন দাসএএফপি  prothomalo news








টি–টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে যাত্রাটা ভালো হয়নি লিটন দাসের। ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত নেতৃত্ব পাওয়ার পর প্রথম সিরিজেই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে হেরে গেছে বাংলাদেশ দল। লিটনের সামনে নতুন চ্যালেঞ্জ লাহোরে পাকিস্তানের বিপক্ষে আজ থেকে শুরু তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ।





কাল সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক লিটন জানিয়েছেন, আমিরাত–বিপর্যয় মাথায় রেখেই তাঁরা এখন নতুন লক্ষ্যের দিকে তাকিয়ে, ‘শেষ সিরিজটিতে আমরা সন্তোষজনকভাবে খেলতে পারিনি। এটা নতুন সিরিজ, নতুন চ্যালেঞ্জ।




আরব আমিরাতের বিপক্ষে হেরে যাওয়ার পর হওয়া সমালোচনাও মেনে নিয়েছেন তিনি, ‘আলোচনা–সমালোচনা হবেই। ভালো ক্রিকেট না খেললে এটা তো স্বাভাবিক বিষয়।




 আমাদের সবারই চেষ্টা থাকে যেন ভালো খেলতে পারি। আমরা জানি, কোথায় কী ভুল করেছি। চেষ্টা করব সেটার পুনরাবৃত্তি যেন এখানে না হয়।’





শারজায় আরব আমিরাত সিরিজের আগে বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতেই সিরিজ হারিয়ে এসেছিল। নাজমুল হোসেন চোট পেয়ে ওই সিরিজে ছিলেন না, ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্বে ছিলেন লিটন।




পরের সিরিজেই আমিরাতের কাছে ২–১ ব্যবধানে হার বাংলাদেশ দলের ধারাবাহিকতা নিয়ে পুরোনো প্রশ্নটি নতুন করে সামনে নিয়ে এসেছে।





ট্রফি হাতে দুই দলের দুই অধিনায়ক
ট্রফি হাতে দুই দলের দুই অধিনায়ক
এএফপি  
prothomalo news







এ নিয়ে লিটন বলেন, ‘আমরা যদি ধারাবাহিক হতাম, তাহলে হয়তো বিশ্বের সেরা দলগুলোর ভেতরই থাকতাম। আমরা যেহেতু পেছনের দল, তার মানে আমাদের কিছু ঘাটতি আছে। 



ওই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করছি...কীভাবে ধারাবাহিক হওয়া যায়। প্রতিটা সিরিজে আলাদা আলাদা চ্যালেঞ্জ থাকে। চ্যালেঞ্জগুলো কীভাবে নিচ্ছি, দল হিসেবে কীভাবে আমরা একসঙ্গে পারফর্ম করছি, এটা হলো আসল বিষয়।’




 সঙ্গে বলেন, ‘আমাদের বিশ্বাস আছে, পৃথিবীর যেকোনো দলকে হারিয়ে দিতে পারি। কিন্তু আমরা এখন ভালো ক্রিকেট খেলছি না। অতীতে কী ভালো ও খারাপ করেছি, তা জানি। এখন সামনে কীভাবে খেলব, তা নিয়ে ভাবছি।’



ধারাবাহিকতা নেই ব্যাট হাতে অধিনায়কের নিজের পারফরম্যান্সেও। শারজায় তিন ম্যাচে করেছেন ১১, ৪০ ও ১৪ রান। নিজের ব্যাটিং নিয়ে তিনি বলেন, ‘দলের ব্যাটিংয়ে আমার ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ, আমিও তা জানি। চেষ্টা করব যেন ধারাবাহিকতা বজায় রাখতে পারি। 



দলের অনেক ব্যাটসম্যান ভালো ফর্মে আছে। টি–টোয়েন্টি আমার মনে হয় না একা হাতে জেতানো যায়। যদি আমরা ব্যাটিং ইউনিট হিসেবে ভালো করতে পারি, ফল আসার সম্ভাবনা আছে।’




বোলারদের মধ্যে অভিজ্ঞ তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান নেই চোটের কারণে। অধিনায়ক লিটন অবশ্য এতে ইতিবাচক কিছুই খুঁজে পাচ্ছেন। 



তাঁর দৃষ্টিতে নতুনদের জন্য এটি সুযোগ। তবে তিনি এটাও মানছেন, লাহোরের উইকেটে বাংলাদেশের বোলারদের চ্যালেঞ্জের মধ্যে পড়তে হতে পারে।






প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন






0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post