রংপুরে জি এম কাদেরের বাড়িতে হামলা, অভিযোগ বৈষম্যবিরোধীদের বিরুদ্ধে

 

হামলাকারীরা জি এম কাদেরের বাড়ি স্কাই ভিউয়ের জানালার কাচ ভাঙচুর করে। আজ বৃহস্পতিবার রাতে রংপুর নগরের সেনপাড়ায়
হামলাকারীরা জি এম কাদেরের বাড়ি স্কাই ভিউয়ের জানালার কাচ ভাঙচুর করে। আজ বৃহস্পতিবার রাতে রংপুর নগরের সেনপাড়ায়ছবি: প্রথম আলো   prothomalo news









রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাড়িতে হামলা হয়েছে। আজ বৃহস্পতিবার রাত পৌনে নয়টার দিকে রংপুর নগরের সেনপাড়ায় এ ঘটনা ঘটে। হামলাকারীরা জি এম কাদেরের বাড়ি দ্য স্কাই‌ ভিউয়ের জানালার কাচ ভাঙচুর ও একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে।




জাতীয় পার্টির কো–চেয়ারম্যান ও রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমানের অভিযোগ, এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা–কর্মীরা এই হামলার সঙ্গে জড়িত।




আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা থেকে রংপুরে আসেন জি এম কাদের। বিকেলে তিনি তাঁর বাড়িতে সাংবাদিকদের সঙ্গে কথাও বলেন। 




এরপর ‘আওয়ামী লীগের দোসর’ জি এম কাদেরের রংপুরে অবস্থানের প্রতিবাদে আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচির ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।





হামলাকারীদের দেওয়া আগুনে পুড়ে যাওয়া মোটরসাইকেল। আজ বৃহস্পতিবার রাতে রংপুর নগরের সেনপাড়ায় জি এম কাদেরের বাড়িতে
হামলাকারীদের দেওয়া আগুনে পুড়ে যাওয়া মোটরসাইকেল। আজ বৃহস্পতিবার রাতে রংপুর নগরের সেনপাড়ায় জি এম কাদেরের বাড়িতে
ছবি: প্রথম আলো    
prothomalo news






প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, রাত সাড়ে আটটার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা–কর্মীরা নগরের গ্র্যান্ড হোটেল মোড়ে জড়ো হন।



 সেখান থেকে একদল কর্মী মিছিল নিয়ে জি এম কাদেরের বাড়ির দিকে যান। এরপর সেখানে হামলার ঘটনা ঘটে। এ সময় জি এম কাদের বাড়িতে অবস্থান করছিলেন। হামলার ঘটনার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা–কর্মীরা মিছিল নিয়ে প্রেসক্লাবের দিকে চলে যান।




জাতীয় পার্টির চেয়ারম্যানের বাড়িতে হামলার অভিযোগের বিষয়ে জানতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর কমিটির আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ বলেন, ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে তাঁরা শান্তিপূর্ণ মিছিল করছিলেন।




 জাতীয় পার্টির লোকজন তাঁদের ৶পর হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। জি এম কাদেরের বাড়িতে হামলার অভিযোগ সত্য নয়।





জি এম কাদেরের বাড়িতে হামলার খবর পেয়ে ছুটে আসেন জাতীয় পার্টির নেতা–কর্মীরা। আজ বৃহস্পতিবার রাতে
জি এম কাদেরের বাড়িতে হামলার খবর পেয়ে ছুটে আসেন জাতীয় পার্টির নেতা–কর্মীরা। আজ বৃহস্পতিবার রাতে
ছবি: প্রথম আলো   
prothomalo news





হামলার ঘটনার পর রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান, জাতীয় পার্টির মহানগর কমিটির সাধারণ সম্পাদক এস এম ইয়াসিরসহ দলটির নেতা–কর্মীরা জি এম কাদেরের বাড়ির সামনে নেতা–কর্মীদের নিয়ে অবস্থান করছেন। 



পৌনে ১০টার দিকে সেনাবাহিনী ও পুলিশের একদল সদস্যকে সেখানে অবস্থান করতে দেখা যায়। রাত সাড়ে ১১টার দিকে দেখা যায়, বাড়ির ভেতরে নেতা–কর্মীদের সঙ্গে কথা বলছেন জি এম কাদের।



রংপুর মহানগর পুলিশের কমিশনার মজিদ আলী প্রথম আলোকে বলেন, তাঁরা দুই পক্ষকে নিবৃত্ত করার চেষ্টা করছেন।






প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন





0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post