টাঙ্গাইলে নগর বাউল জেমসের কনসার্টে তরুণদের ঢল নেমেছিল। আনন্দ–উচ্ছ্বাসে মেতে উঠেছিল হাজারো তরুণ। কিন্তু পরে মুঠোফোন হারিয়ে অনেকের আনন্দ ম্লান হয়ে যায়।
গতকাল মঙ্গলবার রাতে টাঙ্গাইল শহরের শহীদ মারুফ স্টেডিয়ামে এ কনসার্ট হয়।
বুধবার বিকেল পাঁচটা পর্যন্ত ১৩০ জন টাঙ্গাইল সদর থানায় মুঠোফোন হারানোর জন্য সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তাঁরা সবাই কনসার্টে গিয়ে মুঠোফোন সেট হারিয়েছেন বলে জিডিতে উল্লেখ করেছেন।
এ তথ্য নিশ্চিত করে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহমেদ বলেন, মুঠোফোন সেট হারানোর ঘটনায় বিকেল পর্যন্ত থানায় ১৩০ জন জিডি করেছেন।
খোঁজ নিয়ে জানা যায়, বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বিগত বিভিন্ন ব্যাচের সমন্বয়ে ‘বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চবিদ্যালয় ফুটবল চ্যাম্পিয়নশিপ (বিবিএফসি)’ আয়োজন করছে বিদ্যালয়টির প্রাক্তন শিক্ষার্থীরা।
মঙ্গলবার এই চ্যাম্পিয়নশিপ ট্রফি উন্মোচন উপলক্ষে জেমসের কনসার্টের আয়োজন করা হয়েছিল।
এই চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন (টুকু)। মঙ্গলবার সন্ধ্যায় এর ট্রফি উন্মোচন করেন তিনি। অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, সাবেক সদস্যসচিব মাহমুদুল হক ওরফে সানু বক্তব্য দেন।
জেমসের কনসার্ট উপলক্ষে বিকেল থেকেই ঢল নামে স্টেডিয়ামে। সন্ধ্যার মধ্যে পুরো স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ হয়ে যায়। পরে স্টেডিয়ামের আশপাশের এলাকাও দর্শকে ভরে যায়।
সন্ধ্যা থেকে স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন। রাত ৯টার দিকে জেমস মঞ্চে ওঠেন। একে একে ১১টি গান পরিবেশন করে তিনি। তাঁর গানের সঙ্গে নেচেগেয়ে তারুণ্যের উচ্ছ্বাসে মেতে ওঠেন কনসার্টে আসা হাজারো তরুণ।
নাঈম খান নামের এক তরুণ বলেন, ‘কনসার্টে জেমসের গান শুনে অনেক আনন্দ করেছি; কিন্তু পরে দেখি আমার মুঠোফোন খোয়া গেছে। এ ছাড়া আমার ভাগনের ফোন হারিয়েছে। এতে সব আনন্দ ম্লান হয়ে যায়।’
শেখ ফরাশ নামের আরেক তরুণ বলেন, ‘আমার আইফোন সেটটি পকেটে নিয়ে গেটে প্রবেশ করার সময় কে যেন ভিড়ের মধ্যে পকেটে হাত দিয়ে নিয়ে যায়। আমার মতো আরও অনেক মানুষের ফোন সেট হারিয়েছে
প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

إرسال تعليق