পলাতক অপশক্তির পুনর্বাসন চায় না জনগণ: তারেক রহমান

 

jamuna tv news

ফাইল ছবি।






সরকার ও রাজনীতিতে কোনোভাবেই গুম, খুন, লুটপাটকারী এবং সংবিধান লঙ্ঘনকারীদের পুনর্বাসন চায় না জনগণ। 



ফ্যাসিবাদীরা যেন আর মাথাচাড়া না দিতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।



শনিবার (১০ মে) বিকেলে রাজধানীর গুলশানে বুদ্ধপূর্ণিমা উপলক্ষে শুভেচ্ছা বিনিময়ে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।




তারেক রহমান বলেন, মানবিক সমাজ, বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করা আমাদের মৌলিক দায়িত্ব। সবার জন্য একটি নিরাপদ রাষ্ট্র গঠন করতে হবে।




 যারা গণতান্ত্রিক রাজনৈতিক চরিত্র হারিয়েছে তারা অপশক্তি হিসাবে চিহ্নিত। বাংলাদেশকে কেউ যেন তাবেদারি রাষ্ট্র পরিণত করতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে।




তিনি আরও বলেন, বিএনপি অন্তর্বর্তী সরকারকে সফল দেখতে চায়। সরকরের কার্যকলাপ সম্পর্কে যাতে মানুষের স্বচ্ছ ধারণা থাকে। তাহলে জনগণের মধ্যে কোনও বিভ্রান্তি তৈরি হবে না।






0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post