উড়োজাহাজ বিধ্বস্তে ৩৮ জনের মৃত্যু, আজারবাইজানে রাষ্ট্রীয় শোক পালন

জাতীয় পতাকা অর্ধনমিত রেখে আজারবাইজানে রাষ্ট্রীয় শোক পালন করা হয়।বাকু, আজারবাইজান, ২৬ ডিসেম্বর ছবি: রয়টার্স



কাজাখস্তানে যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত ব্যক্তিদের স্মরণে আজ বৃহস্পতিবার রাষ্ট্রীয় শোক পালন করেছে আজারবাইজান।



আজারবাইজান এয়ারলাইনসের উড়োজাহাজটি রাজধানী বাকু থেকে রাশিয়ার দক্ষিণাঞ্চলের একটি শহরে যাচ্ছিল। কাজাখস্তানের আকতাউ শহরের কাছে গত বুধবার বিধ্বস্ত হয় উড়োজাহাজটি। এতে ৩৮ জন নিহত হন। উড়োজাহাজটিতে যাত্রীও ক্রু মিলে ৬৭ আরোহী ছিলেন। 




কাজাখস্তানের উপপ্রধানমন্ত্রী কানাত বজুমবায়েভ রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে বলেন, দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩৮ জন নিহত হয়েছেন।


অপর দিকে দেশটির জরুরি সেবা মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার কবল থেকে ২৯ জন যাত্রী বেঁচে গেছেন, যার মধ্যে তিন শিশু রয়েছে। তাঁদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।



প্রাণহানির ঘটনায় গতকাল রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। এ ছাড়া রাশিয়ায় তাঁর পূর্বনির্ধারিত সফরও বাতিল করেছেন তিনি।



ইলহাম আলিয়েভের দপ্তর জানিয়েছে, দুর্যোগের কারণ অনুসন্ধানের জন্য জরুরি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট।



এদিকে কাজাখস্তানের পরিবহন মন্ত্রণালয় বলেছে, উড়োজাহাজটিতে আজারবাইজানের ৩৭ জন নাগরিক, ৬ জন কাজাখস্তানের নাগরিক, ৩ জন কিরগিজিস্তানের এবং ১৬ জন রাশিয়ার নাগরিক ছিলেন।






0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post