পায়ে পড়ে ঝগড়া করে বাংলাদেশের লোককে ভারতমুখী করতে পারবেন না: সাখাওয়াত হোসেন

 

চাঁদপুর নৌ টার্মিনাল ভবনের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন


নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, ‘আমাদের দেশের হিন্দু সম্প্রদায়ের লোকেরা শান্তিতে আছেন। কিন্তু পাশ্ববর্তী দেশ ভারত আমাদের নিয়ে মিডিয়াতে নানা অপপ্রচার চালাচ্ছে। ওনারা পায়ে পড়ে ঝগড়া করার চেষ্টা করছেন। এসব করে ওনারা বাংলাদেশের লোককে ভারতমুখী করতে পারবেন না। আমরা চাই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে চলতে।’



চাঁদপুর নৌ টার্মিনালের আধুনিকায়নের কাজ পরিদর্শনে এসে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সাখাওয়াত হোসেন এ কথা বলেন।



চাঁদপুর নৌ টার্মিনালের আধুনিকায়নের বিষয়ে সাখাওয়াত হোসেন বলেন, লঞ্চ টার্মিনালের নির্মাণকাজে অনেক সময় পার হয়েছে। নির্মাণকাজে অনিয়ম পাওয়া গেলে বা যদি কাজ না হয়, তাহলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালোতালিকাভুক্ত করা হবে।


মেঘনা নদীর মুন্সীগঞ্জ–চাঁদপুর সীমানায় বালু উত্তোলনের বিষয়ে সাখাওয়াত হোসেন বলেন, অবৈধ বালু উত্তোলনে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।


এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন, পুলিশ সুপার মুহম্মদ আবদুর রকিব, চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন।





0 تعليقات

إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم