সরকার পতনের এক দফা দাবিতে ছাত্র–জনতার সমাবেশ। কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা। ৩ আগস্ট ২০২৪ফাইল ছবি
জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের তালিকা চূড়ান্ত করার লক্ষ্যে প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। আজ শনিবার তথ্য বিবরণীতে বলা হয়, গণ-অভ্যুত্থানসংক্রান্ত বিশেষ সেল তাদের ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করেছে।
গণ-অভ্যুত্থানসংক্রান্ত বিশেষ সেলের দলনেতা (অতিরিক্ত সচিব) খন্দকার জহিরুল ইসলাম আজ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে প্রথম আলোকে জানিয়েছেন, প্রথম ধাপের খসড়া তালিকায় শহীদ ৮৫৮ জন এবং আহতের সংখ্যা ১১ হাজার ৫৫১ জন।
তথ্য বিবরণীতে বলা হয়, তালিকায় সংযোজন বা বিয়োজন করার মতো যুক্তিসংগত কোনো তথ্য থাকলে তা ২৩ ডিসেম্বরের মধ্যে এই ঠিকানায় ই-মেইল করে জানাতে অনুরোধ করেছে গণ-অভ্যুত্থানসংক্রান্ত বিশেষ সেল।
إرسال تعليق