পরিচয় মিলেছে ঢাকা-মাওয়া মহাসড়কে গুলিতে নিহত নারীর

 



স্টাফ করেসপনডেন্ট, মুন্সিগঞ্জ:


মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া মহাসড়কের সার্ভিস লেন থেকে উদ্ধার হওয়া নারীর গুলিবিদ্ধ মরদেহের পরিচয় মিলেছে।  নিহত ওই নারীর নাম শাহিদা (২২)। সে ময়মনসিংহের কোতোয়ালি থানার মৃত মোতালেব হোসেনের মেয়ে। সে ঢাকায় ওয়ারী এলাকায় পরিবারের সাথে বসবাস করতো ও গৃহকর্মী হিসেবে কাজ করতো।



শনিবার (৩০ নভেম্বর) বিকেলে নিহতের স্বজনরা মরদেহ শনাক্ত করেছে বলে অতিরিক্ত পুলিশ সুপার  মোহাম্মদ ফিরোজ কবির বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, শনিবার সকাল ৮টার দিকে দোগাছি এলাকায় স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে জানালে পুলিশ মরদেহ উদ্ধার করে।



শাহেদার মা জরিনা বেগম জানান, তুহিন নামে এক মাদক ব্যবসায়ী শাহিদাকে প্রায়ই বিরক্ত করতো। তুহিনের বাড়ি মুন্সিগঞ্জের বিক্রমপুর এলাকায়। তাকে প্রায়ই ডেকে নিতো তুহিন। এটা নিয়ে প্রায়ই ঝামেলা হতো। এবারও তুহিনের সাথে বের হয় শাহিদা।



তিনি আরও জানান, তুহিনের মা ১০ লাখ টাকা যৌতুকে তার মেয়ের সাথে তুহিনের বিয়ের কথা বলেছিলো। এত টাকা জোগাড় করা তাদের পক্ষে সম্ভব নয় বলে জানিয়েছেন তিনি। এ নিয়ে তুহিন শাহিদাকে মারধর করেছে বলেও জানান তিনি।



এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার  মোহাম্মদ ফিরোজ কবির জানান, বায়োমেট্রিকের ,মাধ্যমে প্রথমে পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পরে সুরতহালের সময় নিহতের কাছ থেকে মোবাইল ফোন পাওয়া যায়। ফোনে থাকা ছবি ও সিমকার্ডের তথ্যের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তার পরিবারকে বিষয়টি জানানো হলে স্বজনরা থানায় পৌঁছে মরদেহ শনাক্ত করে। 



তিনি আরও বলেন, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। জড়িতকে গ্রেফতার ও হত্যার মোটিভ উদ্‌ঘাটনে চেষ্টা চলছে।




0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post