জাতপাত ও ধর্মের ভেদাভেদ থাকবে না, এমন বাংলাদেশ দেখতে চাই: জামায়াতের আমির

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান যশোর শহরের চাঁচড়া চেকপোস্ট মোড়ে পথসভায় বক্তব্য দেন। আজ শুক্রবার সন্ধ্যায়


বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই, যেখানে জাতপাত ও ধর্মের ভেদাভেদ থাকবে না।’ আজ শুক্রবার সন্ধ্যা পৌনে সাতটায় যশোর শহরের চাঁচড়া চেকপোস্ট মোড়ে পথসভায় জামায়াতে ইসলামীর আমির এ কথা বলেন।



শফিকুর রহমান বলেন, ‘আমাদের সন্তানেরা বৈষম্যহীন একটি বাংলাদেশ দেখার জন্য গুলির সামনে বুক পেতে দিয়েছিল। আমরা সেই বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চাই। এ দেশের মানুষ মর্যাদার সঙ্গে তাদের সকল বৈধ অধিকার ভোগ করবে। অফিস–আদালতে কোথাও সুদ-ঘুষের প্রচলন থাকবে না।’


মুক্তিযুদ্ধকে স্মরণ করে শফিকুর রহমান বলেন, ‘এই যশোর একটি ঐতিহ্যবাহী এলাকা। সুদীর্ঘ সংগ্রাম-আন্দোলনের এলাকা। স্বাধীন বাংলাদেশে সর্বপ্রথম একটি দেশের আগ্রাসনের বিরুদ্ধে নবম সেক্টরের সেক্টর কমান্ডার মেজর এম এ জলিল তাঁর বাহিনী নিয়ে প্রথম প্রতিরোধ গড়ে তোলেন এই যশোর থেকে। সুতরাং এই যশোরকে আমরা অন্য উচ্চতায় দেখি।’



জামায়াতের আমির শফিকুর রহমান আগামীকাল শনিবার সাতক্ষীরা শহরে জামায়াতের কর্মী সম্মেলনে যোগ দেওয়ার উদ্দেশ্যে আজ সন্ধ্যায় যশোর বিমানবন্দরে নামেন। এরপর যশোর শহরের চাঁচড়া, ঝিকরগাছা উপজেলা সদর ও শার্শার নাভারন এলাকার সাতক্ষীরা মোড়ে পথসভা করেন।




ছাত্র–জনতার গণ–অভ্যুত্থানের বিষয়ে শফিকুর রহমান বলেন, ‘চব্বিশের গণ–অভ্যুত্থান ও বিপ্লবে সারা দেশের মতো যশোরের আবদুল্লাহসহ অনেকে শহীদ হয়েছেন। তাঁরা আমাদের জাতীয় বীর। তাঁদের পরিবারের প্রতি আমরা কৃতজ্ঞ। এই যুদ্ধে নির্দিষ্ট কোনো দল বা ধর্মের লোক যুদ্ধ করেনি। সবাই মিলে আমরা যুদ্ধ করেছি। শিশু-কিশোর-কৃষক-বৃদ্ধ সবাই শহীদ হয়েছেন। একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লড়াই করেছি। আমাদের সেই জাতীয় ঐক্য ধরে রাখতে হবে। ফাঁকতালে কেউ যেন ঢুকে ষড়যন্ত্র করতে না পারে, এ বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে।’  



আওয়ামী লীগের উদ্দেশে জামায়াতে ইসলামীর আমির বলেন, ‘যারা ১৫ বছর ধরে লুণ্ঠন করেছে, বিদেশে সম্পদের পাহাড় গড়েছে, আমরা তাদের ক্ষমা করব না। দল হিসেবে জামায়াত সবচেয়ে মজলুম দল। সেই দলের নেতাদের হত্যা করা হয়েছে। আমাদের বৈধ অফিসে আমাদের ঢুকতে দেওয়া হয়নি।’



0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post