সিরিজ বাঁচানোর ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, জাকের আলীর অভিষেক


 

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ বাঁচানোর ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শনিবার (৯ নভেম্বর) বিকেল চারটায় শারজাহতে শুরু হবে দুদলের লড়াই। ইনজুরির কারণে এই ম্যাচে খেলা হচ্ছে না অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের। তার জায়গায় উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিকের ওডিআই অভিষেক হয়েছে।

এই ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন লেগস্পিনার রিশাদ হোসেন। আর সবশেষ গতবছর ওয়ানডে বিশ্বকাপ খেলা বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ একাদশে ফিরেছেন।

অপরদিকে, অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছে আফগানিস্তান। প্রথম ওয়ানডেতে বড় ব্যবধানে জিতে সিরিজে ১-০ তে এগিয়ে আছে আফগানরা। এই ম্যাচও তারা জিতলে সিরিজ খোয়াবে টাইগাররা। তাই সিরিজে টিকে থাকতে শান্তদের সামনে জয়ের বিকল্প নেই।

বাংলাদেশ একাদশ

সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম।

আফগানিস্তান একাদশ

রহমানুল্লাহ গুরবাজ, সেদিকুল্লাহ আটাল, রহমত শাহ, হাসমতউল্লাহ শাহীদি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, গুলবদিন নাঈব, রশীদ খান, আল্লাহ গজানফার, নেঙ্গেলিয়া খারোতি, ফজলহক ফারুকি।



0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post