হাসিনার দোসররা বাংলাদেশকে আক্রমণ করতে পারে: ফখরুল

 



বাংলাদেশের অস্তিত্ব, স্বাধীনতা, সার্বভৌমত্ব বিএনপির সঙ্গে জড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিগত ১৭ বছরে আওয়ামী লীগ পরিকল্পিতভাবে রাষ্ট্রকাঠামো ধ্বংস করে দেশকে মাফিয়া রাষ্ট্রে পরিণত করেছিল।

শুক্রবার (৮ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিএনপির উদ্যোগে আয়োজিত র‍্যালিতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শেখ হাসিনা তার দোসরদের নিয়ে লুটপাট করেছে। গণতন্ত্র ছাড়া অন্য কিছু চলবে না, আবার কোনও স্বৈরাচার আসার সুযোগ পাবে না। সামনে কোনো সংকট আসলে অবশ্যই তা মোকাবেলা করতে সক্ষম হবো।

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পালালেও তার দোসররা ঘাপটি মেরে আবারও দেশকে আক্রমণ করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন বিএনপির এই নেতা। বলেন, সবাই অত্যন্ত সজাগ থেকে জাতীয় ঐক্য সৃষ্টি করে দেশ ধ্বংসের চক্রান্ত নস্যাৎ করে দেবো।





0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post