মার্কিন নির্বাচন ২০২৪ ভোট দিয়ে ট্রাম্প বললেন, ‘আমি খুব আত্মবিশ্বাসী’

 

মার্কিন নির্বাচন ২০২৪

ভোট দিয়ে ট্রাম্প বললেন, ‘আমি খুব আত্মবিশ্বাসী’



ভোটকেন্দ্রে ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্প। ৫ নভেম্বর, ফ্লোরিডার পাম বিচে

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভোট দিয়েছেন। সিএনএন জানিয়েছে, মঙ্গলবার স্ত্রী মেলানিয়া ট্রাম্পসহ তিনি ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচের এক কেন্দ্রে ভোট দেন।

ভোট দিয়ে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমি খুব আত্মবিশ্বাসী। সব দেখে মনে হচ্ছে, রিপাবলিকানরা দলে দলে ভোট দিতে আসছেন।’ কেন্দ্রের সামনে ভোটারদের দীর্ঘ সারি দেখে খুব ‘সম্মানিত’ বোধ করছেন বলেও মন্তব্য করেন ট্রাম্প।

এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আরও চারজন প্রার্থীর নাম ব্যালটে রয়েছে। তাঁরা হলেন—গ্রিন পার্টির জিল স্টেইন, স্বতন্ত্র কর্নেল ওয়েস্ট, লিবার্টারিয়ান পার্টির চেজ অলিভার এবং রবার্ট কেনেডি জুনিয়র।

তাঁদের মধ্যে গত আগস্ট মাসে রবার্ট কেনেডি জুনিয়র ট্রাম্পকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নেন। তবে কয়েকটি অঙ্গরাজ্য তাঁর নাম ব্যালট থেকে সরাতে অস্বীকৃতি জানিয়েছে। খবর এএফপির।

মার্কিন গোয়েন্দাদের যৌথ বিবৃতি: নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা চালাচ্ছে রাশিয়া

রাশিয়াসহ ‘প্রতিপক্ষ’ দেশগুলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা চালাচ্ছে। তারা নির্বাচন নিয়ে জনগণের আস্থা নষ্ট করতে চায়। মঙ্গলবার এমন অভিযোগ করেছে মার্কিন গোয়েন্দারা।

মার্কিন গোয়েন্দাদের দাবি, প্রতিপক্ষ দেশগুলো যুক্তরাষ্ট্রের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে নানাভাবে তৎপরতা চালাচ্ছে। এর মাধ্যমে তারা আমেরিকানদের মধ্যে বিভাজন তৈরি করতে চায়।

বিবিসির প্রতিবেদনের তথ্য, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই), জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালকের কার্যালয় (ওডিএনআই) এবং সাইবার ও অবকাঠামো নিরাপত্তা সংস্থা (সিআইএসএ) যৌথ বিবৃতিতে এমনটা জানিয়েছে।




যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ম্যানহাটনের একটি ভোটকেন্দ্রে ভোটারদের সারি। ৫ নভেম্বর, নিউইয়র্ক সিটি



হোয়াইট হাউসে বসে ভোটের ফল দেখবেন জো বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউস থেকে এবারের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল দেখবেন। তাঁর সঙ্গে থাকবেন ফার্স্ট লেডি জিল বাইডেনসহ হোয়াইট হাউসের শীর্ষ কর্মকর্তারা। মার্কিন গণমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।


ভোটের দিনে ট্রাম্প ফ্লোরিডায়, কমলা ওয়াশিংটনে

আজ ভোটের দিনের শুরুতে মিশিগানে ছিলেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের দিন তিনি কাটাবেন ফ্লোরিডায়। সেখানেই তিনি ভোট দেবেন। ভোটের পর পাম বিচে যাবেন তিনি।

আর নির্বাচনের রাত ওয়াশিংটনে হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে যোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে কমলা হ্যারিসের। এর বাইরে নির্বাচনের দিন তাঁর অন্য কোনো কর্মসূচি ঘোষণা করা হয়নি। খবর আল–জাজিরার।


আগাম ভোট পড়েছে ৮ কোটি ২০ লাখ

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে এরই মধ্যে প্রায় ৮ কোটি ২০ লাখ মানুষ আগাম ভোট দিয়েছেন। বার্তা সংস্থা এপির তথ্য, এর মধ্যে জর্জিয়া, নর্থ ক্যারোলাইনাসহ দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোর ভোটাররাও রয়েছেন, যাঁদের ভোটে নির্ধারিত হতে পারে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ প্রেসিডেন্ট কে হচ্ছেন।


ওহাইও অঙ্গরাজ্যে ভোট দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের রানিং মেট বা ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী জে ডি ভ্যান্স। সিএনএন জানিয়েছে, আজ মঙ্গলবার অঙ্গরাজ্যের সিনসিনাটির সেন্ট অ্যান্থনি অব পাদুয়া গির্জায় স্থাপন করা কেন্দ্রে ভোট দেন রিপাবলিকান এ রাজনীতিক। এ সময় তাঁর সঙ্গে স্ত্রী উষা ও সন্তানেরা ছিলেন। ভোট দেওয়ার পর জে ডি ভ্যান্স সাংবাদিকদের বলেন, ‘আমি বেশ ভালো বোধ করছি। নির্বাচনী লড়াইটা ভালো লাগছে।’


ভোটারদের কমলা বললেন, ‘আওয়াজ তুলুন’, ট্রাম্প বললেন, ‘এটা ভোট দেওয়ার সময়’

ভোটারদের উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দিয়েছেন প্রধান দুই দলের প্রার্থী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প। ভোট শুরুর পর এক এক্স পোস্টে বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা লেখেন, ‘আমেরিকা, এটা আপনাদের আওয়াজ তোলার মুহূর্ত।’

অন্যদিকে নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘এটা বেরিয়ে আসার ও ভোট দেওয়ার সময়। আমরা একসঙ্গে—আমেরিকাকে আবার মহান করতে পারব!’






0 تعليقات

إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم