তাজুল ইসলাম বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যম এবং আপনাদের ক্যামেরায় ধরা পড়েছিল যে একজন তরুণকে আহত অবস্থায় উদ্ধার করে যখন তাঁর সহকর্মী নিয়ে যাচ্ছিলেন, তখন সে স্বাভাবিক অবস্থায় বেঁচেছিল, তাঁর পায়ে আঘাত ছিল সামান্য, সেই ছেলেটিকে কাছে গিয়ে বুকে গুলি করে হত্যা নিশ্চিত করে এবং লাশটিও নানাভাবে বিকৃত করে। সেটা হচ্ছে যাত্রাবাড়ী থানার তদানীন্তন ওসি জাকির হোসেন। তিনি এখন পলাতক। জাকির হোসেনসহ আরও চারজন পুলিশ কর্মকর্তা, যাঁরা যাত্রাবাড়ীর অ্যাট্রোসিটির (হত্যাযজ্ঞ) সঙ্গে জড়িত, যাঁদের বিরুদ্ধে আমরা অকাট্য প্রমাণ পেয়েছি—এ রকম চারজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছিলাম। আদালত সেটা মঞ্জুর করেছেন।’ চিফ প্রসিকিউটর আরও বলেন, হয়রানির শিকার হতে পারে ভেবে পুলিশ বাহিনী নানাভাবে দায়িত্ব পালনে অনীহা প্রকাশ করছে। কোনো নির্দোষ পুলিশ কর্মকর্তাকে হয়রানি করা হবে না বলে জানান তিনি। যাঁদের বিরুদ্ধে অকাট্য প্রমাণ পাওয়া যাবে, তাঁরা কেউ ছাড় পাবেন না বলেও জানান। দ্বিতীয় আবেদন প্রসঙ্গে তাজুল ইসলাম বলেন, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক সেনাবাহিনী থেকে সদ্য অব্যাহতিপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ এসেছে। তদন্ত সংস্থা অসংখ্য হত্যাকাণ্ড ও গুমের সঙ্গে তাঁর সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে বলে জানান তিনি। জিয়াউল আহসান এর মধ্যে ট্রাইব্যুনালের আদেশে গ্রেপ্তার আছেন। তাঁকে এক দিনের জন্য জিজ্ঞাসাবাদ করতে আদালতের কাছে অনুমতি চাওয়া হয়েছিল এবং আদালত অনুমতি দিয়েছেন বলে জানান তিনি।

 


সারা দেশে সাংগঠনিক কাঠামো বিস্তৃত করার অংশ হিসেবে এবার নেত্রকোনায় ২৫৪ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। জেলা পর্যায়ে এটি তাদের পঞ্চম আহ্বায়ক কমিটি।

গতকাল সোমবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে নেত্রকোনা জেলার আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়।


কমিটি গঠনসংক্রান্ত বিজ্ঞপ্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেলের স্বাক্ষর রয়েছে। আগামী ছয় মাসের জন্য তাঁরা এ কমিটি অনুমোদন করেছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রকোনা জেলা শাখার এ কমিটিতে শেখ হাসনাত জনিকে আহ্বায়ক, মো. আশরাফুল আলমকে (অপূর্ব) সদস্যসচিব ও ছাব্বির আহম্মদকে মুখ্য সংগঠক করা হয়েছে। তিনজনই নেত্রকোনা সরকারি কলেজের শিক্ষার্থী।


কমিটির মুখপাত্র করা হয়েছে আবু আব্বাস কলেজের শিক্ষার্থী সাবা সরকার তৌওশীকে। এ ছাড়া কমিটিতে যুগ্ম আহ্বায়ক ৪২ জন, যুগ্ম সদস্যসচিব ৪৪, সংগঠক ৫২ ও ১১২ জনকে সদস্য করা হয়েছে।




0 تعليقات

إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم