৫৩ ঘণ্টা পর মহাসড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক

 



টানা ৫৩ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন পোশাক কারখানার শ্রমিকরা। সোমবার (১১ নভেম্বর) দুপুর ২টার তার তারা অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন। এরপরই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে, শনিবার সকাল সাড়ে ৯টা থেকে বকেয়া বেতন পরিশোধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। তিনদিন ধরে চলে এই অবরোধ। আজ বেতন পরিশোধের আশ্বাসে তারা অবরোধ তুলে নিলেন।

গাজীপুর মহানগরীর মোগরখাল এলাকায় টিএনজেড গ্রুপের ছয়টি পোশাক কারখানার শ্রমিকরা গত সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে এই বিক্ষোভ করছিলেন।

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post