মাহমুদুল হাসানকে বল দিলেন নাজমুল
দুবছর আগে চট্টগ্রামেই শ্রীলঙ্কার বিপক্ষে একটি বল করেছিলেন মাহমুদুল হাসান। সেটি ছিল ড্র হওয়া ম্যাচের শেষ বল। আজ সেই চট্টগ্রামেই আবার বোলিংয়ে এলেন মাহমুদুল। প্রথম ওভারে অফ স্পিন করে ১ রান দিয়েছেন। তবে পরের ওভার দিয়েছেন ১৩ রান। এই ১৩ রানের ১২–ই দুই ছক্কায় নিয়েছেন মুল্ডার। দক্ষিণ আফ্রিকার রান ৫০৯/৬।
দুবছর আগে চট্টগ্রামেই শ্রীলঙ্কার বিপক্ষে একটি বল করেছিলেন মাহমুদুল হাসান। সেটি ছিল ড্র হওয়া ম্যাচের শেষ বল। আজ সেই চট্টগ্রামেই আবার বোলিংয়ে এলেন মাহমুদুল। প্রথম ওভারে অফ স্পিন করে ১ রান দিয়েছেন। তবে পরের ওভার দিয়েছেন ১৩ রান। এই ১৩ রানের ১২–ই দুই ছক্কায় নিয়েছেন মুল্ডার। দক্ষিণ আফ্রিকার রান ৫০৯/৬।
প্রথম সেশন কোন দলের?
চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে খেলা হয়েছে ২৯ ওভার। রান হয়েছে ১০৬। বাংলাদেশ উইকেট নিয়েছে ৩টি। দক্ষিণ আফ্রিকা ওভারপ্রতি রান তুলেছে ৩.৬৬ করে।
এই সংখ্যাগুলো বিবেচনায় নিলে প্রথম সেশনটা দুই দলেরই। তবে এরসঙ্গে প্রথম দিনে করা দক্ষিণ আফ্রিকার ৩০৭ রান যোগ করলে এখন পর্যন্ত চট্টগ্রাম টেস্টে প্রোটিয়াদেরই এগিয়ে রাখতে হবে। এরইমধ্যে যে ৫ উইকেটে ৪১৩ রান স্কোরবোর্ডে তুলে ফেলেছে তাঁরা।
إرسال تعليق