চট্টগ্রাম টেস্ট: ২ উইকেটে ৩০৭ রান নিয়ে প্রথম দিন শেষ করল দক্ষিণ আফ্রিকা
জোড়া সেঞ্চুরিতে প্রথম দিন দক্ষিণ আফ্রিকার
চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে খেলা হয়েছে ৮১ ওভার। তাতে ২ উইকেটে ৩০৭ রান করেছে দক্ষিণ আফ্রিকা। সেঞ্চুরি পেয়েছেন ডি জর্জি ও স্টাবস। দুজনের ক্যারিয়ারেই প্রথম টেস্ট সেঞ্চুরি এটি।
ডি জর্জি–স্টাবসের ২০১ রানের জুটিতেই মূলত বড় সংগ্রহের পথে আছে প্রোটিয়ারা। স্টাবস আউট হলেও ১৪১ রানে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেছেন ডি জর্জি। বাংলাদেশের হয়ে ২টি উইকেটই নিয়েছেন তাইজুল ইসলাম।
আবার সেই তাইজুল
সেঞ্চুরি করেই ফিরলেন স্টাবস। তাইজুলের মিডল স্টাম্প বরাবর করা বলে পেছনে গিয়ে কাট খেলতে চেয়েছিলেন, তবে বল নিচু হওয়ায় হয়েছেন বোল্ড। তাতে ভেঙেছে ২০১ রানের জুটি। ১০৬ রান করেছেন স্টাবস। প্রথম উইকেটটিও নিয়েছিলেন তাইজুল। দক্ষিণ আফ্রিকার রান ২ উইকেটে ২৭৪।
স্টাবসের অন্যরূপ
টি–টোয়েন্টি ক্রিকেটের প্রসঙ্গ এলেই তাঁর নাম বেশি শোনা যায়। দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছেন ৩১ টি–টোয়েন্টি। অন্যদিকে টেস্ট আর ওয়ানডে মিলে খেলেছেন ১১টি ম্যাচ। এতেই বোঝা যায়, টি–টোয়েন্টি ক্রিকেটেই তিনি সবার আগে বিবেচিত হন।
তবে আজকের পর থেকে টেস্ট ক্রিকেটের প্রসঙ্গ এলেও হয়তো স্টাবসের নাম মনে করতে হবে দক্ষিণ আফ্রিকার। চট্টগ্রাম টেস্টে যে স্টাবস পেয়েছেন ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি। সেটিও এসেছে ১৯৪ বলে। অর্থাৎ, টি–টোয়েন্টির স্টাবসের অন্যরূপও আছে!
আবার জীবন পেলেন ডি জর্জি
৬ রানে একবার জীবন পেয়েছিলেন। হাসান মাহমুদের বলে উইকেটের পেছনে ডি জর্জির ক্যাচ ছেড়েছিলেন মাহিদুল ইসলাম। এবার রানআউট হওয়া থেকে বাঁচলেন ডি জর্জি।
ব্যক্তিগত ১০৭ রানে সেই হাসানের বলে ডিপ স্কয়ার লেগে বল পাঠিয়েছিলেন। সেখানে থাকা ফিল্ডার সরাসরি স্টাম্প ভাঙতে পারলে এতক্ষণে ড্রেসিংরুমে থাকতেন এই সেঞ্চুরিয়ান।
Post a Comment