মিরপুরে বিক্ষুব্ধ পোশাকশ্রমিকদের সঙ্গে যৌথ বাহিনীর সংঘর্ষ

 রাজধানীর মিরপুর ১৪ নম্বরে যৌথ বাহিনীর সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহত দুজন হাসপাতালে রয়েছেন। দেখুন বিস্তারিত


‘কাজ না করলে বেতন নয়’ নোটিশে ক্ষোভ থেকে মিরপুরে শ্রমিকদের বিক্ষোভ-সংঘর্ষ


যৌথ বাহিনীর সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষের এক পর্যায়ে গাড়িতে আগুন দেওয়া হয়। আজ বৃহস্পতিবার সকালে ঢাকার কচুক্ষেত এলাকায়

মিরপুর ১৪ নম্বর এলাকার একটি পোশাক কারখানার এক কর্মকর্তার সঙ্গে এক শ্রমিকের বিরোধ ঘিরে ওই কারখানায় কয়েক দিন ধরে কাজ বন্ধ ছিল। এই পরিস্থিতিতে ‘কাজ না করলে বেতন নয়’ (নো ওয়ার্ক নো পে) নোটিশ টাঙিয়েছিল কারখানা কর্তৃপক্ষ। আজ সকালে সেই নোটিশ দেখেই বিক্ষোভ করেন শ্রমিকেরা। একপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

পরে রাস্তায় নামেন আশপাশের কারখানাগুলোর শ্রমিকেরা। বিক্ষোভ ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে যাওয়া যৌথ বাহিনীর সঙ্গে দুই ঘণ্টার বেশি সময় ধরে দফায় দফায় সংঘর্ষ হয়। দুই শ্রমিক গুলিবিদ্ধ হন। শ্রমিকেরা পুলিশ ও সেনাবাহিনীর দুটি গাড়ি পুড়িয়ে দেন।

মিরপুর ১৪ নম্বর এলাকার একটি পোশাক কারখানার এক কর্মকর্তার সঙ্গে এক শ্রমিকের বিরোধ ঘিরে ওই কারখানায় কয়েক দিন ধরে কাজ বন্ধ ছিল। এই পরিস্থিতিতে ‘কাজ না করলে বেতন নয়’ (নো ওয়ার্ক নো পে) নোটিশ টাঙিয়েছিল কারখানা কর্তৃপক্ষ। আজ সকালে সেই নোটিশ দেখেই বিক্ষোভ করেন শ্রমিকেরা। একপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

পরে রাস্তায় নামেন আশপাশের কারখানাগুলোর শ্রমিকেরা। বিক্ষোভ ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে যাওয়া যৌথ বাহিনীর সঙ্গে দুই ঘণ্টার বেশি সময় ধরে দফায় দফায় সংঘর্ষ হয়। দুই শ্রমিক গুলিবিদ্ধ হন। শ্রমিকেরা পুলিশ ও সেনাবাহিনীর দুটি গাড়ি পুড়িয়ে দেন।


0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post